বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০১৯

১৫ বছরে জিমেইল


গুগলের অন্যতম জনপ্রিয় সেবা জিমেইল ১৫ বছরে পা দিয়েছে। বর্তমানে সেবাটি মাসে অন্তত দেড়শ’ কোটি মানুষ ব্যবহার করেন। ২০০৪ সালের ১ এপ্রিল পল বুকেট এক জিবি স্টোরেজ সমৃদ্ধ জিমেইল সেবা চালু করেন।

বর্তমানে সেবাটিতে বিনামূল্যে ব্যবহারকারীরা ১৫ জিবি পর্যন্ত ডাটা রাখতে পারেন। আর এতে ৫০ মেগাবাইট পর্যন্ত ফাইল রিসিভ করা যায়। যদিও এতে ২৫ মেগাবাইট পর্যন্ত মেইল করা যায়।

এ ছাড়া এর বাইরে বড় ফাইল বা ছবি আদান-প্রদানে ব্যবহারকারীরা গুগল ড্রাইভ ব্যবহার করে থাকেন। ইয়াহু মেইলের এখন মাসিক ২২ কোটি ৮০ লাখ ব্যবহারকারী আছেন। দিন দিন ইয়াহু মেইলের ব্যবহারকারী কমছে, তবে বেড়ে চলেছে জিমেইলের ব্যবহারকারী।

এখন পর্যন্ত বিনামূল্যে জিমেইল সেবা ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। তবে এর অন্য সংস্করণ হিসেবে পেইড সার্ভিসও চালু রয়েছে।

গুগল তাদের জিমেইল সেবাটি চালু করার এক বছর পর গুগল ম্যাপ সেবা চালু করে। যেটি এখন বিশ্বের সবচেয়ে বড় ওয়েব ম্যাপ সেবা হিসেবে চিহ্নিত।

এ ছাড়া গুগলের রয়েছে অ্যান্ড্রয়েড, ইউটিউবের মতো বড় সার্ভিস। যা এখন বিশ্বের সবচেয়ে বড় মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া রয়েছে ভিডিও শেয়ারিং সাইট।

প্রান্তিক ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ওয়েব ব্রাউজের জন্য আনা ক্রোম ব্রাউজার মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরারকে ইতোমধ্যে অনেক পেছনে ফেলে দিয়েছে।

গত জানুয়ারিতে গুগল তাদের মোবাইল ব্যবহারকারীদের জন্য জিমেইলের নতুন ইন্টারফেস নিয়ে এসেছে। পাশাপাশি কিছু ফিচারকে নতুনরূপে পাওয়া যাচ্ছে স্মার্টফোনে। এ ছাড়া গুগল তাদের ইনবক্স ফিচারকে নতুন করে আনতেও কাজ করছে বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১