বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০১৯

নিরাপত্তা নিয়ে সতর্ক বিসিবি

লোগো বিসিবি


ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিসিবি সভাপতি বলে রেখেছেন এখন থেকে যে দেশেই খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, সে দেশের বিস্তারিত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে বোর্ড। সে দেশের নিরাপত্তা পরিকল্পনা বিসিবির দেওয়া শর্ত পূরণ করলেই কেবল সফর করবে বাংলাদেশ দল। সে কথার ধারাবাহিকতায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দিয়েছে বিসিবি। আগামী ১ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সে সফরের জন্য আয়ারল্যান্ড বোর্ডকে তাদের নিরাপত্তা পরিকল্পনা পাঠাতে বলেছে বিসিবি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের ঘটনার পরের পরিস্থিতিতে সুনির্দিষ্ট নিরাপত্তা-পরিকল্পনার ব্যাপারে আগের চেয়ে বেশি সচেতন হয়েছে বিসিবি। ২০১৭ সালে আয়ারল্যান্ড সফরের নিরাপত্তা ব্যবস্থায় বিসিবি সন্তুষ্ট থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাদের কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে বাড়তি কিছু আশা করছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই খবর জানিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বকাপের আগেও আইসিসির কাছে নিরাপত্তার ব্যাপারে সহযোগিতার আশা করছে বিসিবি।

তবে বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতে যাবে, তখনকার নিরাপত্তা ব্যবস্থা আইসিসি এবং স্বাগতিক দেশ মিলেই করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১