আপডেট : ০২ April ২০১৯
নবাগত হুয়েস্কার বিপক্ষে শুরুতেই গোল হজমের পর ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে আবারো গোল খেয়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল তারা। তবে শেষ দিকে করিম বেনজেমার দারুণ এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। সান্তিয়াগো বার্নাব্যুয়ে রোববার রাতে ৩-২ গোলে জিতে মাদ্রিদের ক্লাবটি। প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা দলটির মাঠে গত ডিসেম্বরে গ্যারেথ বেলের একমাত্র গোলে জিতেছিল রিয়াল। পয়েন্ট তালিকার তলানির দলটির বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে গোল হজম করে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আর্জেন্টাইন ফরোয়ার্ড এজেকিয়েল আভিলা একজনকে কাটিয়ে ডি-বক্সে বল বাড়ান। আর প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন কলম্বিয়ার ফরোয়ার্ড হুয়ান কামিলা এরনান্দেস। ২৫ মিনিটে গোছানো এক আক্রমণে সমতায় ফেরে রিয়াল। করিম বেনজেমার শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল বাঁ দিক দিয়ে গোলমুখে ফেরত পাঠান তরুণ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। অনায়াসে বল জালে ঠেলে দেন মিডফিল্ডার ইসকো। বিরতির ঠিক আগে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে আভিলার নেওয়া শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় রিয়াল। গোছানো এক আক্রমণে ৬২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গ্যারেথ বেলের ক্রসে হেডে গোলমুখে বল বাড়ান বেনজেমা। আলতো টোকায় বাকিটা সারেন দানি সেবাইয়োস। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি রিয়ালের। ৭৪ মিনিটে বাঁ দিক থেকে স্বদেশি মিডফিল্ডার মোই গোমেজের ক্রসে লাফিয়ে হেডে স্কোরলাইন ২-২ করেন স্প্যানিশ ডিফেন্ডার হাভিয়ের। তাতে ঘরের মাঠে আবারো পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় রিয়াল। তবে ৮৯ মিনিটে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান বেনজেমা। মার্সেলোর ছোট পাস ডি-বক্সে পেয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জয়সূচক গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। ২৯ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শনিবার লিওনেল মেসির জোড়া গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারানো বার্সেলোনা ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এ দিনের আরেক ম্যাচে আলাভেসকে ৪-০ গোলে হারানো অ্যাতলেটিকো মাদ্রিদ ১০ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১