বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০১৯

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন

শাহীন চেয়ারম্যান, নিজাম ও নিতু ভাইস চেয়ারম্যান নির্বাচিত

চেয়ারম্যান- মু. শাহীনশাহ, ভাইস চেয়ারম্যান- মু. নিজামউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান- ওয়ানা মার্জিয়া নিতু ছবি : বাংলাদেশের খবর


চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য মু. শাহীনশাহ নৌক প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের বিদ্রোহীপ্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মু.সাসুজ্জামান লিকন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৫৮ভোট। অবশ্য তিনি গত ২৬ মার্চ নির্বাচনী মাঠ থেকে সরে দাড়িয়েছেন। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৪ জনপ্রার্থী।আওয়ামী লীগ নেতা মু. নিজামউদ্দিন (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ২৭হাজার ৪৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান (তালা) প্রতীক নিয়ে ১৬হাজার ৩১৯ ভোট পেয়েছেন।

এ দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ওয়ানা মার্জিয়া নিতু (ফুটবল) প্রতীক নিয়ে ৩৪ হাজার ৮৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা.হাসিনা মালেক (কলস) প্রতীক নিয়ে ১৪ হাজার ৮৮২ ভোট পেয়েছেন।

এ উপজেলায় মোট ভোটার দুই লাখ দুই হাজার ৮০২জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬১৭ জন এবং নারী ভোটার এক লাখ দুই হাজার ১৮৫জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১