আপডেট : ৩০ March ২০১৯
হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল তন্ময় বৈষ্ণ (৮) নামে এক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর। আজ শনিবার দুপুর ১২টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের বাজকাশারা এলাকায় এঘটনা ঘটে। তন্ময় বৈষ্ণ (৮) সোনার বাংলা মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং সে বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের সুমিত বৈষ্ণ একমাত্র ছেলে । সুমিত বৈষ্ণ বাংলবাজার মাষ্টার ব্রিক ফিল্ডের ম্যানাজার হিসাবে কর্মরত। পিতার কর্মক্ষেত্র বাংলা বাজার হওয়ায় বাংলাবাজারেই বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে তন্ময়ের পরিবার। স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশায় নবীগঞ্জ থেকে বাংলা বাজার ফিরছিলেন সুমিত বৈষ্ণর স্ত্রী ও পুত্র তন্ময় বৈষ্ণ। পথিমধ্যে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের বাজকাশারা এলাকায় পৌছালে শেরপুর থেকে নবীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেকিং করার সময় তন্ময়কে বহনকারী সিএনজিকে মারাত্মকভাবে ধাক্কা দেয় । এসময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায় । তখন সিএনজি থেকে ছিটকে পড়ে তন্ময়। এসময় তন্ময়ের মা ও স্থানীয় লোকজন তন্ময়কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কাওছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক বাসকে আটক করেন। এসময় বাস চালক ও তার সহকারী পালিয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১