বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০১৯

পঞ্চগড়ে পাচারকালে ৪০ টিয়াপাখি উদ্ধার

পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে যাত্রীবাহী বাস থেকে গতকাল ৪০টি টিয়াপাখি উদ্ধার করে বন বিভাগ ছবি : বাংলাদেশের খবর


পাচারের সময় পঞ্চগড়ে ৪০টি দেশি প্রজাতির টিয়াপাখি উদ্ধার করা হয়েছে। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস থেকে গতকাল শুক্রবার সকালে এসব পাখি উদ্ধার করে বন বিভাগ। এ সময় পাচারকারী কাউকে আটক করা যায়নি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন পাখিগুলো অবমুক্ত করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম, পঞ্চগড় রেঞ্চের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধুসূদন বর্ম্মণ উপস্থিত ছিলেন।

বন বিভাগ সূত্র জানায়, তীরনই হাট ইউনিয়নের হুলাসুজোত গ্রামের আব্দুল জব্বার ফাঁদ পেতে এসব পাখি ধরেন এবং নাটোরের মজিবুল হক নামে এক পাচারকারীর কাছে তা বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে বন বিভাগের বিট কর্মকর্তা আনোয়ার হোসেন যাত্রীবাহী বাসটিকে চ্যালেঞ্জ করেন। এ সময় বাসে থাকা একটি খাঁচা থেকে ৪০টি টিয়াপাখি উদ্ধার করেন।

বন বিভাগ পঞ্চগড় রেঞ্চের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধুসূদন বর্ম্মণ বলেন, পাখিগুলো দেশি জাতের। এ পাখিগুলোকে ঢাকায় পাচার করা হচ্ছিল। পাখি পাচারকারী একটি চক্র দীর্ঘদিন ধরে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে দেশীয় টিয়াসহ নানা জাতের পাখি ধরে পাচারের সঙ্গে জড়িত। তেঁতুলিয়া উপজেলার তীরনই হাট ইউনিয়নের হুলাসুজোত গ্রামের আব্দুল জব্বার ফাঁদ পেতে এসব পাখি ধরেন এবং নাটোরের মজিবুল হক নামে এক পাচারকারীর কাছে সে নিয়মিত পাখি বিক্রি করেন বলে আমরা জানতে পেরেছি।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, পাখি ধরা শাস্তিযোগ্য অপরাধ। আমরা এ ব্যাপারে তৎপর রয়েছি। এ রকম ঘটনা কেউ দেখে থাকলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দফতরকে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১