বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০১৯

রাজউকের ভূমিকা নিয়ে প্রশ্ন আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ছবি : সংগৃক্ষীত ছবি


রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, গত ১৪ বছরে রাজউক এ ক্ষেত্রে কী করেছে? এফআর টাওয়ার ভবনটি ১৮ তলা হওয়ার কথা। অথচ হয়েছে ২৩ তলা। সেটাও ১৪ বছর আছে। তাহলে রাজউক এত দিন কী করেছে?

এদিকে এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বনানীর এফআর টাওয়ার নির্মাণকালে ভবন মালিকসহ অন্য কেউ যদি কোনো অপরাধ করে থাকে তবে যে যতটুকু অপরাধ করেছে, সে ততটুকু শাস্তি পাবে।

গতকাল শুক্রবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন  মন্তব্য করেন আইজিপি ও ডিএমপি কমিশনার।

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে আইজিপি সাংবাদিকদের বলেন,  প্রাথমিকভাবে ভবনের ব্যাপারগুলো দেখার কথা রাজউকের।

সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ভবনটি ১৮ তলা থেকে ২৩ তলা হয়েছে। ১৯৯৬ সালের পরিকল্পনায় ১৮ তলা হয়েছে। ২০০৫ সালে রাজউক জানতে পারে ভবনটি ২৩ তলা হয়েছে। এর মধ্যে ১৪ বছর পেরিয়ে গেছে। এ সময় রাজউক কী করেছে?

জাবেদ পাটোয়ারী বলেন, এই ঘটনায় মামলা হবে। যারা নিহত হয়েছেন, তাদের পবািরের সদস্যরা বাদী হলে ভালো হয়। তারা রাজি না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। ভবন মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, তারা ভবন মালিককে শনাক্ত করতে পেরেছেন। এখনো যোগাযোগ হয়নি।

এদিকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এই ঘটনায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজউকের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় মামলার বিষয়ে তিনি বলেন, আইনের যথার্থ ধারায় মামলা করা হবে। ইতোমধ্যে ভবনের মালিককেও চিহ্নিত করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ২২ তলাবিশিষ্ট এফআর টাওয়ারে আগুন লাগে।  ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ২৫ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১