বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০১৯

এফআর টাওয়ারে আগুনে শ্রীলঙ্কান নাগরিকসহ ৭ জনের মৃত্যু


রাজধানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী। নিহত ব্যক্তিরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।

আজ দুপুর পৌনে ১টার দিকে ২২ তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।

ইউনাটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে হাসপাতালে আনা তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। তারা হলেন- মনির (৫০), মামুন (৩৬) ও মাকসুদুর (৩২)।

বনানী ক্লিনিকের কাস্টমার কেয়ার কর্মকর্তা সৌমেন হালদার নিশ্চিত করেছেন যে এফআর টাওয়ারের আগুনে তাদের ক্লিনিকে পারভেজ আহমেদ (৫৫) নামে একজন মারা গেছেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, একজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়েছে। সেই সাথে আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আব্দুল্লাহ আল ফারুক নামে একজনকে ঘটনাস্থল থেকে হাসপাতালে আনার পর মারা গেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১