বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০১৯

বগুড়ায় করতোয়া নদী দখল উচ্ছেদ অভিযান শুরু

বগুড়ায় করতোয়া নদী দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ছবি : বাংলাদেশের খবর


বগুড়ায় করতোয়া নদী দখলকারীদের উচ্ছেদে অভিযানে নামছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের ভাটকান্দি এলাকায় অভিযান শুরু করতে গেলে বাধারমুখে পড়ে তারা। ওই এলাকার বায়তুল হামদ মসজিদটির নদীর ভেতরের অংশ ভাঙতে গেলে এলাকাবাসী বাধা দেয়।

করতোয়া নদী দখল উচ্ছেদের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন। আর্মড পুলিশের সহযোগিতায় এই অভিযানে বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) তমাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদও রয়েছেন। পরে ওই মসজিদের দখলকৃত অংশ ভাঙা স্থগিত করে অন্যান্য স্থাপনা ভাঙতে গেলে বিক্ষোভকারীরা চলে যায়।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বগুড়া সদর উপজেলার দক্ষিণে ভাটকান্দি থেকে উত্তরে মহিষবাথান এলাকায় পাঁচটি মৌজায় করতোয়া নদীর দুই তীরে ৩৮টি স্থানে নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব দখলদারকে উচ্ছেদের জন্য ইতিপূর্বে একাধিকবার নোটিশ দেয়া হয় এমনকি মামলাও করা হয়। সর্বশেষ চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ৭ দিনের সময় দিয়ে চিঠি দেওয়া হয়। তবে ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষই তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। অন্যান্য স্থাপনা সরিয়ে না নেওয়ায় জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি সদর) তমাল হোসেন জানান, বগুড়াবাসী চায় করতোয়া নদী আগের অবস্থায় ফিরে আসুক। বগুড়াবাসীর দাবী বাস্তবায়নের লক্ষ্যে করতোয়া দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আমাদের বিস্বাস বগুড়াবাসী প্রশাসনকে সহযোগিতা করবে। তিনি আরো বলেন করতোয়া নদীর দখলদার যেই হোক তাকে আমরা উচ্ছেদ করবোই।

মসজিদ সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) বলেন, স্থানীয়রা মসজিদ টি তাদের নিজস্ব সম্পত্তির উপর নির্মিত। আমরা পানি উন্নয়ন বোর্ড দায়িত্ব দেওয়া হয়েছে নদী আবারও মেপে মসজিদটি প্রকৃত পক্ষে নদীর জায়গায় না ব্যক্তি সম্পত্তির উপর নির্মিত তা দেখে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১