আপডেট : ২৮ March ২০১৯
গলাচিপার উলানিয়া বন্দরে নয়টি দোকানে গতকাল বুধবার গভীর রাতে সিরিজ চুরি সংঘটিত হয়েছে। বাজারের মোবাইল, ইলিকট্রিকসের মালামালের দোকান ও মুদি দোকানসহ নয়টি দোকানে চুরি হয়েছে। এসব দোকান থেকে নগদ টাকা ও মালামালসহ প্রায় তিন লাখ টাকা চুরি হয়েছে বলে সংশ্লিষ্ট দোকানীরা জানান। ঘটনাস্থলে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ পরিদর্শন করেছেন। পুলিশ ও দোকান মালিকদের সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে বুধবার গভীর রাতে নয়টি দোকানে সিরিজ চুরি সংঘটিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দোকান হল- রানা টেলিকম, আসাদুর মুদি ও মনোহরী স্টোর, আজাদ মিয়ার স্টেশনারী, নাসির শেখের মুদি দোকান, তানভির ইলিকট্রনিক্স স্টোর, ফারুক ইলিকট্রনিক্স স্টোর, কবির মুদি ও ইলিকট্রনিক্স স্টোর, অরুন হাওলাদার ও মাদুদের চায়ের দোকান। এসব দোকান থেকে মামালামাল ও নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার চুরি হয়েছে বলে তারা জানান। এ প্রসঙ্গে উলানিয়া বন্দরের রানা টেলিকমের রানা বলেন, ‘গত এক মাসের মধ্যে উলানিয়া বন্দরে কমপক্ষে ২২টি দোকান চুরি হয়েছে। ব্যবসায়ীরা আতঙ্কে ভুগছে।’ এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘আমি ঘটনা স্থলে গিয়েছি। উলানিয়া বন্দরে আগে রাতে পাহাড়ার কোন ব্যবস্থা ছিল না। আজ থেকে ব্যবসায়ীদের সহযোগিতায় পাহাড়াদার নিয়োগের ব্যবস্থা করেছি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১