আপডেট : ২৮ March ২০১৯
মাদকের অবস্থা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার র্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুর্মিটোলায় বাহিনীর সদর দফতরে তিনি একথা বলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন র্যাব ফোর্সেস’র একটি চৌকস দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা অন্যায়ে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সারাদেশে পরিচালিত অভিযান অব্যাহত থাকবে। দেশের দুর্নীতি নির্মূল করার ব্যাপারে শেখ হাসিনা বলেন, ‘যদিও কোনো দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে আমাদের সরকারের একটা দায়িত্ব হলো এই দুর্নীতি প্রতিরোধ করা যাতে এটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে এবং আমাদের সকল সাফল্য ম্লান করে না দেয়। উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মধ্য দিয়ে সূচনা হয় র্যাবের। পুলিশ সদস্য ছাড়াও সেনা, নৌ ও বিমানবাহিনী,বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বাছাই করা চৌকস কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত হয় এ বাহিনী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১