আপডেট : ২৮ March ২০১৯
রাজধানীতে আফতারনগরে গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন : মনির ওরফে টারজান মনির (২৮) ও শাহ আলী (২৮)। নিহতদের মধ্যে মনিরের বিরুদ্ধে প্রায় এক ডজন ও শাহ আলীর নামে অর্ধডজন মামলা রয়েছে বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মাসুদুর রহমান জানান, ডিবি পুলিশের একটি দল রাতে ওই এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় মনির ও শাহ আলীকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১