বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০১৯

শাওমির নতুন ফাস্ট চার্জার


শাওমি তৈরি করেছে ১০০ ওয়াট শক্তির একটি ফাস্ট চার্জার। অত্যাধুনিক প্রযুক্তির ফাস্ট চার্জারটির নাম দেওয়া হয়েছে সুপার চার্জ টার্বো। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা লিন বিন এক উইবো পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টটিতে তিনি লেখেন, শাওমির প্রকৌশলীরা ১০০ ওয়াটের এমন একটি ফাস্ট চার্জার তৈরি করেছে, যা ১৭ মিনিটেই ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পুরো চার্জ করতে সক্ষম। বর্তমানে অপোর সুপারভোক প্রযুক্তিই সবচেয়ে দ্রুত ডিভাইস চার্জ করতে পারে। শাওমির দাবি সঠিক হলে তাদের ফাস্ট চার্জারটি সুপারভোক প্রযুক্তির চেয়ে দ্বিগুণ গতিতে ডিভাইস চার্জ করতে পারবে। অপোর ৫০ ওয়াটের সুপারভোক চার্জিং প্রযুক্তিটির মাধ্যমে ১৭ মিনিটে ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ৬৫ শতাংশ চার্জ করা যায়।

কীভাবে প্রযুক্তিটি কাজ করে সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি শাওমি। কোন ডিভাইসে এই প্রযুক্তি ব্যবহার করা হবে তাও জানানো হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১