আপডেট : ২৮ March ২০১৯
জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় আর্থিক সহায়তা জোরদার করতে উন্নয়ন সহযোগীদের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি গতকাল তার দফতের বৈঠক করেন। এ সময় তিনি এই আহ্বান জানান। সাক্ষাতের সময় তারা মন্ত্রীকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান। বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তারা পরিবেশ বিষয়ে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ ও কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। তারা প্রধানমন্ত্রীর উদ্দেশেও তাদের ধন্যবাদ ও প্রশংসা ব্যক্ত করেন। এ সময় মন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীদের জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় আর্থিক সহায়তা জোরদার করা জরুরি। তাই পরিবেশদূষণ নিয়ন্ত্রণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সহযোগিতা দ্রুত বাড়াতে হবে। রোহিঙ্গাদের উপস্থিতির কারণে বাংলাদেশের পরিবেশের যে ক্ষতি সাধিত হচ্ছে তার জন্য জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাসমূহের সহায়তা করার ওপর গুরুত্ব আরোপ করেন পরিবেশমন্ত্রী। এছাড়া এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ও অতিরিক্ত সচিব ড. মনজুরুল হান্নান খান উপস্থিত ছিলেন। সাক্ষাতের সময় উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এফএও-এর কান্ট্রি রিপ্রেজেন্টটিভ রবার্ট সিম্পসন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি খুরশীদ আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্ধন জং রানা, আইএলও’র অফিসার ইন চার্জ স্নেহাল সোনেজি, ইউনেস্কোর প্রতিনিধি বিটরিস কলদুন, ইউএনআইও-এর প্রতিনিধি জাকিউজ্জামান, আইওএম-এর উপ-প্রধান শ্যারন ডিম্যান্সি, ইউএওপিএস-এর কান্ট্রি ম্যানেজার স্টিফেন কোলার, ইউএন কো-অরডিনেশন এনালিস্ট রুমানা খান এবং সৌরভ সরকার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১