বাংলাদেশের খবর

আপডেট : ২৭ March ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ ম্যাপ


কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় এক লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খারাংখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। টেকনাফ ২ নং ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার গণমাধ্যমকে এ ব্যপারে নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করার সময় টেকনাফ উপজেলার খারাংখালী নাফনদী সীমান্ত পয়েন্ট দিয়ে দুই ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায়। কর্তব্যরত বিজিবির সদস্যরা বাধা দিতে গেলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুই রোহিঙ্গার মৃতদেহ ও এক লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবির এ কর্মকর্তা জানান, নিহতদের টেকনাফ থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১