আপডেট : ২৪ March ২০১৯
তৃতীয় ধাপে উপজলো পরষিদ নর্বিাচনে গোপালগঞ্জরে ৫টি উপজলোয় চলছে ভোট গ্রহন। সকাল ৮টা থকেে এ ভোট গ্রহন শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। জলোর ৫টি উপজলোর বভিন্নি কেন্দ্রে ঘুরে দখো গেছে কন্দ্রেগুলোতে উপস্থতি হয়ে ভোট দিচ্ছেন ভোটার। তবে কেন্দ্র গুলোতে পুরুষ ভোটার থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন নারী ভোটাররা। তবে যতই বেলা বেড়ে চলেছে ভোটারদরে উপস্থিতি ততই বেড়ে চলেছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্র গুলোতে গড়ে ২০ থেকে ২৫ ভাগ ভোট পড়েছে। তবে কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা মনে করছেন ভোটারদের উপস্থিতি বাড়বে কেন্দগুলোতে এবং ৮০ ভাগের উপরে ভোট পড়বে। এদিকে, ভোটারদের কেন্দমুখি করতে প্রার্থীরা বিভিন্ন উপায় অবলম্বন করছেন। কেউ কেউ রিক্সা ও ভ্যানের ব্যবস্থা করেছেন। আবার কেউ কেউ বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহবান জানাচ্ছেন। অন্যদিকে গােপালগঞ্জ সদর উপজেলার এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, পশ্চিম গােপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর গােপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুঙ্গিপাড়া সরকারি জিটি স্কুল কেন্দ্রে, মুকসুদপুর উপজলোর খান্দারপাড়া স্কুল কেন্দ্রে, বজেড়া স্কুল, পাথরাইল কেন্দ্রসহ কয়কেটি কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা ভােটার উপস্থিতি বেড়েছে উত্তর গােপালগঞ্জের প্রিজাইডিং অফিসার মােঃ মনরিুজ্জামান শেখ জানিয়েছেন, ইভিএম পদ্ধতিতে ভােট গ্রহণে কােন সমস্যা হচ্ছে না। যারা আগে প্রশক্ষিক গ্রহণ করনেনি আমরা তাদের শিখিয়ে দিচ্ছি। কিছুটা বিলম্বিত হওয়ার কথা স্বীকার করে তিনি জানান, অনেকে ভুল করে এক কেন্দ্রের ভােটার অন্য কেন্দ্রে আসায় ভােট গ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে আশা করি ভােটার উপস্থিতি ভাল হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১