আপডেট : ২৪ March ২০১৯
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নির্ভীকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রতিদিনের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে বাংলাদেশ। দেশে গণমাধ্যমের কর্মপরিধি ও কার্যপরিসর অনেক বিস্তৃত হয়েছে। তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করে। বর্তমান সরকারের সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সব গণমাধ্যম স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। তিনি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীল থেকে দক্ষতা বৃদ্ধির জন্য গণমাধ্যম কর্মীদের যত্নশীল হওয়ার পরামর্শ দেন। এ সময় তিনি বাংলাদেশ প্রতিদিন দশম বর্ষে পদার্পণ করায় এ পত্রিকার শুভ কামনা করেন এবং এর সঙ্গে জড়িত সাংবাদিকদের অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন অসংখ্য পাঠকের মন জয় করে গণমাধ্যমের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আহমেদ আকবর সোবহান বলেছেন, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ আজীবন মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে কাজ করবে। এদেশের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং যুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীদের ভূমিকা কী ছিল- তা জানাতে আমাদের মিডিয়া কাজ করবে। দেশের অন্য সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বাংলাদেশের উন্নয়ন প্রচার করুন। এটি মিডিয়ার সবচেয়ে বড় কাজ। সেই কাজটি আমরা চেষ্টা করছি, করে যাচ্ছি। সারাবিশ্বে ছড়িয়ে দিন, আসুন বাংলাদেশকে দেখুন। যতদিন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের পত্রিকা থাকবে, ততদিন আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করব। কারণ বাংলাদেশ আজ আমাদের এখানে নিয়ে এসেছে। তিনি বলেন, এক সময় বাংলাদেশের নাম শুনলে বিদেশিরা বলত ‘ইট ইজ অ্যা বটমলেস বাস্কেট’। আজ বাংলাদেশের উন্নয়ন দেখে সারাবিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। আমি বলব বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আমরা সবাই যেন দেশের পক্ষে কাজ করতে পারি। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ এক নম্বর হোক, আমরা সেই আশা করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মাগুরা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশের খবরের সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন প্রমুখ। সাহিত্যিক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সাংবাদিক শাবান মাহমুদ ও পীর হাবিবুর রহমান বক্তৃতা দেন। অনুষ্ঠানে পত্রিকার পক্ষ থেকে কবি শামসুর রাহমান (মরণোত্তোর), শিল্পী সাবিনা ইয়াসমীন, নায়িকা ফরিদা আক্তার ববিতা, নায়িকা সারাহ বেগম কবরী এবং হানিফ সংকেতকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। নায়িকা ববিতার পক্ষ থেকে তার বোন নায়িকা গুলশান আরা চম্পা এ সম্মাননা গ্রহণ করেন। এ সময় তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১