বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০১৯

অগ্নিঝরা মার্চ

চট্টগ্রাম বন্দর ঘেরাও

অগ্নিঝরা মার্চ ছবি : সংগৃহীত


একাত্তরের ২৪ মার্চ শ্রমিক-জনতা চট্টগ্রাম বন্দর এলাকা ঘেরাও করেন। সামরিক কর্তৃপক্ষ বাঙালি ব্রিগেডিয়ার মজুমদারকে চট্টগ্রাম থেকে তুলে নিয়ে অবাঙালি ব্রিগেডিয়ার আনসারিকে অস্ত্র খালাস তদারকির দায়িত্ব দেয়। অস্ত্র খালাস প্রতিরোধ করতে গিয়ে পাকিস্তানিদের গুলিতে তিনজন নিহত ও চারজন বাঙালি শ্রমিক আহত হন। হতাহতদের আনার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে দুটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। কিন্তু অবরোধের কারণে সেগুলো ঘটনাস্থলের দিকে যেতে পারেনি।

এদিকে ২৪ মার্চ চকবাজার প্যারেড ময়দানে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ হয় মমতাজউদ্দীন আহমদের আরো একটি গণউদ্দীপক নাটক ‘স্বাধীনতার সংগ্রাম’। নাটকটি চলাকালে সেখানে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের চেষ্টা এবং বাঙালিদের বাধা পেয়ে পাকিস্তানিদের গুলি চালানোর খবর আসে। উত্তেজিত জনতা নাটক শেষে অস্ত্র খালাস প্রতিরোধের উদ্দেশ্যে বন্দরের দিকে ছুটে যান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১