বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০১৯

বিরামপুরে জামায়াতের জেলা আমীরসহ ১৬ নেতা আটক


দিনাজপুরের বিরামপুরে নাশকতার পরিকল্পনা করার সময় শুক্রবার (২২ মার্চ) দিনাজপুর জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ পাশ্ববতী ১৬ জন জেলা ও উপজেলা নেতাকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- দিনাজপুর জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমীর সাইদুল ইসলাম, হাকিমপুর উপজেলা সেক্রেটারী মীর শহিদ, ঘোড়াঘাট উপজেলা আমীর আজিজার রহমান, নবাবগঞ্জ উপজেলা আমীর আবুল কাসেম, পার্বতীপুর উপজেলা আমীর ইউসুফ আলী, বিরামপুর উপজেলা আমীর মোরশেদ আলী, বিরামপুর পৌর আমীর সাখাওয়াত হোসেন, ফুলবাড়ী উপজেলা আমীর মনজুরুল কাদের, জেলা কর্মপরিষদ সদস্য আমজাদ হোসাইন, হাফিজুল ইসলাম, এনামুল হক, এনামুল হক (২), আবু তাহের, মনজুরুল ইসলাম, রেজাউল ইসলাম।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, পৌর শহরের বিরামপুর আদর্শ বিদ্যালয়ে নাশকতার পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১