আপডেট : ২২ March ২০১৯
নরসিংদীর বেলাবতে ট্রাক চাপায় আরজানা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে আরজানা বেগম বারৈচা বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক পার হওয়ার সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। পরে আশেপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালককে আটক করা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত আরজানা বেগম রায়পুরা উপজেলার খানাহাতি গ্রামের হোসেন আলীর স্ত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১