বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০১৯

জেলা পরিষদের অর্থায়ন

চৌদ্দগ্রামের ভার্ড কামাল চক্ষু হাসপাতালে ইয়াগ লেজার মেশিন হস্তান্তর


কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে ২২ লাখ টাকা ব্যয়ে চৌদ্দগ্রামের পন্নারায় অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালে একটি ইয়াগ লেজার মেশিন হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী। কনকাপৈত ইউপি চেয়ারম্যান মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. মোঃ আবদুল মান্নান ভুঁইয়া, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক কামরুল হাসান চৌধুরী, স্থানীয় মেম্বার ডাঃ সরোওয়ার্দী, আবদুল খালেক মাস্টার।

আবদুল হাইয়ের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের আবুল বশর, হাসপাতালের সহকারী ম্যানেজার শ্যামল চন্দ্র দেব, ইউপি মেম্বার সোহেল মজুমদার, মোঃ হানিফ, সাহাব উদ্দিন, খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার গরীব ও অসহায় রোগীদের ছোখের ছানিসহ বিভিন্ন অপারেশ ও চিকিৎসা বিনামুল্যে করে আসছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১