আপডেট : ২২ March ২০১৯
মাত্রই গেল সপ্তাহে ঘরোয়াভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হলেন সাব্বির রহমান। এবার বাংলাদেশ ক্রিকেট দলের আরেক সদস্য মোস্তাফিজুর রহমানও একই পথে হাঁটতে যাচ্ছেন। আজ শুক্রবার বাদ জুমা হতে পারে এই বিয়ে, এমনটাই জানিয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের পরিবার। একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়ের কাজ সম্পন্ন হবে। আরো ৩ থেকে ৪ মাস পর হবে বিয়েপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান। পাত্রী সুমাইয়া ইয়াসমিনের বাড়িও মোস্তাফিজের বাড়ি সাতক্ষীরাতেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। ২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ৪৩ ওয়ানডে, ১৩ টেস্ট ও ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি পেসার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১