আপডেট : ২১ March ২০১৯
নাটোরের ডাল সড়ক এলাকায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় রফিক নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। আহত হয়েছে ইয়ামিন ও জাহাঙ্গীর নামে দুই যাত্রী । বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিক সিংড়া উপজেলার সাঐল গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্থানীয় ওমর শরীফ চৌহানের ভাটার একটি মাটিবাহী ট্রাক্টর এলাকার দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোকে দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রফিক নিহত হয় এবং অপর দুই যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত দুই জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে প্রকৌশলী জাহাঙ্গীর এর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টর এবং এর চালককে আটক করতে পারেনি পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১