আপডেট : ২১ March ২০১৯
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (২৬) যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে। বাংলাদেশ রেলওয়ে ভৈরব থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, বৃহস্পতিবার সকালের রেল লাইনের মিস্ত্রী ইদ্রিস আলী কাজ করতে গিয়ে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে নরসিংদী ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত যুবকের ১ হাত ও ১ পা কেটে গেছে। ট্রেনের বারিতে মাথাও ফেটে গেছে। ধারণা করা হচ্ছে রাতে কোন ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, অজ্ঞাত ওই যুবকের পড়নে কালো প্যান্ট, হলুদ-কালো ডোরাকাটা টি-শার্ট ছিল। নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের করা হবে। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে মরদেহ হস্থান্তর করা হবে। অন্যথায় বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১