আপডেট : ২১ March ২০১৯
দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হলেন বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় শাহরিয়ার নাফীস। তিনি নিজেই জানিয়েছেন এই সুখবর। মঙ্গলবার রাতে নাফীসের স্ত্রী ঈশিতা তাসমির কোলজুড়ে আসে কন্যাসন্তান। এর আগে এ দম্পতির কোল আলো করে আসে প্রথম সন্তান শাখওয়ার আলী নাফীস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে শাহরিয়ার নাফীস সদ্যোজাত কন্যার সঙ্গে তোলা ছবি পোস্ট করে এই সুখবর জানান। সেখানে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ১৯ মার্চ-২০১৯ রাত সাড়ে ৯টায় আল্লাহতায়ালা আমাদের একটি কন্যাসন্তান দিয়েছেন। মা ও মেয়ে দুজনই ভালো আছে। সবাই দোয়া করবেন।’ ১৩ বছর আগে শাহরিয়ার নাফীস-ঈশিতা তাসমি বিয়েবন্ধনে আবদ্ধ হন। ঈশিতা পেশায় একজন আইনজীবী। ২০০৭ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান শাখওয়ার। বর্তমানে সে ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র। বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ঝুলিতে নাফীসের নামের পাশে আছে পাঁচটি সেঞ্চুরি। তবে ২০১৩ সাল থেকে একেবারেই অনিয়মিত হয়ে পড়েন দলে। বর্তমানে ঘরোয়া ক্রিকেট দিয়েই কাটছে সময়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১