বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০১৯

সিরাজগঞ্জে হানিফ পরিবহনের দুই বাসের সংঘর্ষ, নিহত ৩


সিরাজগঞ্জে হানিফ পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ  জানান, বিকেলে হানিফ পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সয়দাবাদ এলাকায় একই কোম্পানির ঢাকাগামী অন্য একটি বাস রোড ডিভাইডার থাকা সত্ত্বেও ভুল রুটে ঢুকে যায়। এতে বাস দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে  এক যাত্রী মারা যান। এ সময় আহত হন আরো সাতজন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে আরো দু’জনের মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১