আপডেট : ২০ March ২০১৯
স্বাধীনতা দিবস উপলক্ষে নারী ব্যান্ড ক্রেমলিন প্রকাশ করতে যাচ্ছে তাদের প্রথম মৌলিক গান ‘স্বাধীনতা’। যাদু রিছিলের লেখা ও সুর করা গানটিই এই ব্যান্ডের প্রথম গান হতে যাচ্ছে। সঙ্গীতায়োজন ব্যান্ডের নিজের। এ প্রসঙ্গে ব্যান্ডের ড্রামার চিরিং ক্লাচি সাংমা বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর আমরা নিজেদের গুছিয়ে নিচ্ছিলাম। এই সময়ের মধ্যে বেশ কিছু স্টেজ শো-ও করেছি। এখন আমরা কিছু পরিনত। সে কারণেই মৌলিক গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, গানটির আনপ্লাগড ভার্সন প্রকাশ করা হবে আগে। আগামী ২৫ মার্চ ক্রেমলিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি পাওয়া যাবে। অন্য এক প্রশ্নের জবাবে চিরিং বলেন, সাধারণত ব্যান্ডের গানের সুর ব্যান্ড থেকেই করা হয়। আমরাও সে রীতি অনুসরণ করব। আপাতত যাদু রিছিলের সুর দিয়ে যাত্রা শুরু করছি। ক্রেমলিন ব্যান্ডে চিরিং ছাড়া অন্য সদস্যরা হলেন— ভোকাল- কৃপান জলি, লিড গিটার- রাত্রি জেংচাম, বেজ গিটার- দ্রুতি সাংমা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১