বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০১৯

বাগেরহাটে ৫‘শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


বাগেরহাটে ৫‘শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শামীম চৌধুরী ওরফে শামীমকে (৩১) আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

আজ সোমবার দুপুরে বাগেরহাট শহরতলীর সিংড়াই উত্তর পাড়া এলাকা থেকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করে। আটক শামীম বরগুনা জেলার বাসিন্দা। তার পিতার নাম রিপন চৌধুরী। সে সিংড়াই উত্তর পাড়ার শেখ মহসিনের ভাড়া বাড়িতে বসবাস করতো।

বাগেরহাট মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়াই উত্তর পাড়ার শেখ মহসিনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে শামীম চৌধুরী ওরফে শামীমকে (৩১) আটক করা হয়। এসময় তার বাসায় তল্লাসী চালিয়ে ৫‘শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটক শামীম একজন পেশাদার মাদক বিক্রেতা। সে ঢাকা থেকে পাইকারী ইয়াবা এনে বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলে সরবরাহ করত। এর আগেও একাধিক বার তাকে আটকের চেষ্টা করা হলেও সুকৌসলে শামীম পালিয়ে যায়। সে বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১