আপডেট : ১৮ March ২০১৯
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ১২ উপজেলায় সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও সকাল ৯টা পর্যন্ত সিলেট সদর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে ভোট পড়েনি বলে জানা গেছে। তবে সব উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। নেই দীর্ঘ লাইন। বিচ্ছিন্নভাবে দুই একজন এসে ভোট দিয়ে যাচ্ছেন। সিলেট সদর উপজেলার ৫নং টূলটিকর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ভোটকেন্দ্র হলো মীরাপাড়া আব্দুল লতীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনটি এলাকার প্রায় তিন হাজারের বেশি ভোটার থাকলেও ভোট শুরু হওয়ার আধাঘণ্টা পর্যন্ত কোনো ভোট পড়েনি। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার পৃথিশ সরকার জানান, সকাল সাড়ে আটটা পর্যন্ত কোনো ভোটার আসেননি। কেন্দ্রের পোলিং এজেন্টরা নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রস্তুত আছেন বলে জানান তিনি। এছাড়া সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাড়াও সিলেট জেলার ১২টি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে এমন অবস্থা বলে জানিয়েছেন ওইসব উপজেলার গনমাধ্যমকর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়লে হয়েতো ভোটার উপস্থিতি বাড়তে পারে। তবে, বিএনপি বিহীন এ নির্বাচনে শেষপর্যন্ত ভোটার উপস্থিতি বাড়বে কি না তা নিয়ে আশংকায় প্রার্থীরা। সকাল থেকেই তারা ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে নানা কৌশল অবলম্বন করছেন। উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের সিলেট ও মৌলিভীবাজার জেলার ১৯টি উপজেলায় ভোট হচ্ছে। সিলেট জেলার সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এবং মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১