বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০১৯

দাগনভূঁঞায় কাওমি মাদ্রাসা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল


নিউজিল্যান্ডের মসজিদে খ্রিস্টান সন্ত্রাসী কর্তৃক মুসলিম গণহত্যার প্রতিবাদে দাগনভূঞায় কাওমি মাদ্রাসা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। 

আজ সোমবার দুপরে দাগনভূঁঞা বাজার জিরো পয়েন্টে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওইদিন বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে প্রতিবাদ সভায় দাগনভূঞা কাওমি মাদ্রাসা ঐক্য পরিষদের আহ্বায়ক ও আশ্রাফুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মফতি ইউসুফ কাসেমীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দাগনভূঁঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হাছান কচি, কৌশল্যা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুর রহমান, ন্যাশনাল বিকসের স্বত্বাধিকারী আলহাজ্ব শাহাদাত হোসেন, বেকেরবাজার জমিরিয়া সোলতানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আতা উল্যাহ, সিলোনীয়া জামে মসজিদের খতিব হাফেজ ওয়ালি উল্যাহ, রামনগর মাদ্রাসার শিক্ষক মাও: আব্দুল কাইয়ুম প্রমুখ।

শেষে দোয়া পরিচালা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১