আপডেট : ১৮ March ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় উসান বানু (৭০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া থানার সরমুইশা গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী। আজ সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ডাকবাংলার সামনে এ ঘটনা ঘটে। বিনা ময়নাতদন্তের আবেদনে নিহতের মেয়ে চম্পা আক্তার উল্লেখ করেন, সোমবার সকালে উসান বানু লাকড়ি নিয়ে অসতর্কতাবশত রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উসান বানুকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে কুমিল্লায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশটি চৌদ্দগ্রাম থানায় নেয়া হয়। নিহত উসান বানু দীর্ঘদিন ধরে মেয়ে চম্পার সাথে পৌর এলাকার শ্রীপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই জাহেদুল হক জানান, নিহত উসান বানুর লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১