বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০১৯

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত ছবি : বাংলাদেশের খবর


বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবসটি পালন করা হয়।

আজ পর্যন্ত রবিবার সকাল ১০ টায় দুতাবাস প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মহ: শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শ্রম শাখার ২য় সচিব ফরিদ আহমেদ ইসলামের পরিচালনায় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়।

দিনের কার্যসূচির মধ্যে ছিলো জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। প্রথমেই পুস্পস্তবক অর্পণ করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহ: শহীদুল ইসলাম। এরপর পুস্পস্তবক অর্পণ করেন মালয়েশিয়া আওয়ামীলীগ আহব্বায়ক কমিটি, বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া, জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়া, ব্রাহ্মণবাড়ীয়া জেলা এসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা সমিতি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটির উপর আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। তিনি বলেন, বঙ্গবন্ধু তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষকে একটি শোষণহীন, সুখী ও সমৃদ্ধ জীবন উপহার দিতে। শত জুলুম, অত্যাচার ও অবিচার কোন কিছুই তাকে তার লক্ষ্য হতে বিচ্যূত করতে পারেনি।

অনুষ্ঠানে হাইকমিশনার শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মদিনের কেট কাটেন এবং ৯ মার্চ শনিবার ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিশু চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া ১ম, ২য়, ৩য় সেরা তিনজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন তিনি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১