বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০১৯

বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা : শিক্ষামন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছবি : বাংলাদেশের খবর


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। 

আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, জাতির পিতার সেই ৭ মার্চের ভাষণ আজকে সারাবিশ্বে অন্যতম। তিনি এই ভাষনের মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের যুদ্ধে যেতে উজ্জীবিত করেছেন।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ২০২০ সালে মুজিব বর্ষ পালন করা হবে। এই বর্ষের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার চেতনা, দেশের উন্নয়নসহ সকল কিছু ফুটে উঠবে। সকলে মিলে এ দেশটা শান্তির সোনার বাংলা গড়ে তুলবো।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর।

আলোচনা সভার পূর্বে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিক্ষামন্ত্রীর নেতেৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্র্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১