বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০১৯

বিয়ে করলেন ক্রিকেটার সাব্বির


জীবনের নতুন ইনিংস শুরু করলেন সাব্বির রহমান। সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফেরা এই হার্ডহিটার ক্রিকেটার বিয়ে করেছেন। গতকাল শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠিত হয়। সাব্বির রহমানের ঘনিষ্ঠ এক বন্ধু এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সাব্বিরের স্ত্রীর নাম অর্পা। তিনি উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।

এর আগে, নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফর করেন সাব্বির। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলেন। তবে সিরিজ শেষের আগেই দেশে ফেরেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বির রহমানের অভিষেক হয় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি মাসে। তিনি জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলছেন। এখন পর্যন্ত ১১টি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাব্বির রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১