আপডেট : ১৭ March ২০১৯
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশে অনত্র বদলি করা হয়েছে কুলাউড়া থানার ওসি শামীম মূসাকে। তাকে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সারোয়ার আলম। কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের মাত্র ২ দিন আগে বদলি করা হয়েছে ওসি শামীম মূসাকে। ইতোমধ্যে ওসি দায়িত্ব হস্তান্তর করেছেন থানার তদন্ত ওসি সঞ্চয় চক্রবর্তীর কাছে। ২০১৭ সালের জুলাই মাসের ৭ তারিখে কুলাউড়া থানায় যোগদান করেন ওসি মূসা। এর আগে তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানায় দায়িত্ব পালন করেন। গত ৭ মার্চ প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসম কামরুল ইসলাম। বেশ কয়েকজন ভাইস চেয়ারম্যান প্রার্থীও লিখিত অভিযোগ করেন ওসি মূসার বদলি চেয়ে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন- নির্বাচন কমিশনের নির্দেশে অনত্র বদলি করা হয়েছে কুলাউড়া থানার ওসিকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১