আপডেট : ১৬ March ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ অন্যান্য নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে গণভবেন পৌঁছান তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে বিকাল ৪টায় তাদের বৈঠক শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি প্রাইভেটকারে চড়ে গণভবনে যান ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ও প্রাইভেটকারে গণভবনের উদ্দেশে রওনা হন অন্য ছাত্রলীগ ও অন্য প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর নেতারা। ডাকসুর নতুন সহ-সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহকারী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কমিটির বাকি সদস্যদের নিয়ে দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান। দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ বিভিন্ন অনিয়মের অভিযোগের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ বাদে সব প্যানেল নির্বাচন বর্জন করেছিল। নির্বাচনে ছাত্রলীগ প্যানেল আধিপত্য দেখালেও তাদের সহ-সভাপতি প্রার্থী কোটা সংস্কার আন্দোলনের নেতা নূরের কাছে হেরে যায়। এছাড়া, এ নির্বাচনে বিএনপিপন্থী সংগঠন ছাত্রদল খুবই খারাপ ফল করে। ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে তারা অধিকাংশ পদে জয়ী হলেও এবার সংগঠনটি একটি পদও নিজেদের করে দিতে পারেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১