আপডেট : ১৬ March ২০১৯
শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহীতে চাকরি মেলা করতে যাচ্ছে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প। আগামী ২৮ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই চাকরি মেলা অনুষ্ঠিত হবে। ‘রাজশাহী আইটি-আইটিইএস জব ফেয়ার-২০১৯’ নামের চাকরি মেলাটিতে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্য। চাকরি মেলায় দেশের শীর্ষস্থানীয় অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। যারা সরাসরি প্রার্থীর কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ ও চাকরির সাক্ষাৎকারের সুযোগ দেবে। এ ছাড়া ক্যারিয়ার ক্যাম্প, সেমিনারসহ নানা আয়োজন থাকবে চাকরি মেলায়। তবে চাকরি মেলায় অংশ নিতে চাইলে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় ২৬ মার্চ পর্যন্ত। দিনব্যাপী ওই আয়োজনের শুরু হবে সকাল ৯টায়, চলবে বিকাল ৫টা পর্যন্ত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১