বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০১৯

কাল দেশে ফিরছেন টাইগাররা


ক্রাইস্টচার্চে হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সন্ত্রাসী এ হামলায় ৪৯জন নিহতের ঘটনায় শোকে স্তব্ধ এখন পুরো নিউজিল্যান্ড। সেই সাথে বাতিল করা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্ট। আগামীকাল শনিবার দেশে ফিরে আসছেন বাংলাদেশ ক্রিকেট দল।

ক্রাইস্টচার্টে হামলার পর ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল করা হয়েছে। অল্পের জন্য রক্ষা পাওয়া বাংলাদেশ ক্রিকেটারদের মনেও শঙ্কা বিরাজ করছে। ক্রিকেটারদের অনেকের মনে ভীতি কাজ করছে। এমতাবস্থায় খুব দ্রুত দেশে ফিরে আসতে চাইছেন টাইগাররা। তড়িঘড়ি করে সে ব্যবস্থাও করা হয়েছে। কাল সিঙ্গাপুর এয়ারলাইনসের দুপুর ১২টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ফ্লাইটে দেশে ফিরবেন মাহমুদুল্লাহ-তামিমরা।

প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে জুমার নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর এলোপাতারি গুলি ছুড়ে। এতে ৪৯জন নিহত হয়েছেন।এদের মধ্যে বাংলাদেশি তিন জন রয়েছেন।

ওই মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম-মাহমুদুল্লাহরা। পরে এক পথচারীর কাছ থেকে সংবাদ পেয়ে হোটেলে ফিরে আসেন তারা। এতে প্রাণে বেঁচে যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১