বাংলাদেশের খবর

আপডেট : ১৪ March ২০১৯

চাঁদপুরে বিশ্ব কিডনি দিবস পালিত


‘সবার জন্য সুস্থ কিডনি’ এই প্রতিপাদ্যকে ধারন করে ১৪ মার্চ চাঁদপুরে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার চাঁদপুরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের তালুকদার বাড়ী ক্যাম্পসের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের ব্র্যাঞ্চ ম্যানেজার মো. সামছুদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, ডা. ইফতেখাইরুল আলম, ডা. খবির উদ্দিন, অমিয় রায় ঝন্টুসহ ক্যাম্পসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ব্র্যাঞ্চ ম্যানেজার মো. সামছুদ্দিন জানান, সারাদেশে আমাদের ৩টি ব্র্যাঞ্চ রয়েছে। এর মধ্যে চাঁদপুরেরটি অন্যতম। কিডনি রোগ ভয়বহ কিন্তু প্রতিরোধযোগ্য। কিডনি রোগ নিরব ঘাতক। বাংলাদেশে প্রায় দুই কোটিরও অধিক লোক কোন না কোন কিডনি রোগে আক্রান্ত। কিডনি বিকল হয়ে প্রতি ঘন্টায় ৫ জনের অকাল মৃত্যু হচ্ছে।

তিনি আরো জানান, বাংলাদেশের প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ সামাদের তত্বাবধানে পরিচালিত একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান এটি। ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারটি কিডনি ভালো রাখতে সুস্থ্য লাইফ ষ্টাইল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১