আপডেট : ১৩ March ২০১৯
সাতক্ষীরার তালায় ইঞ্জিনভ্যানের বডির ভিতরে অভিনব কায়দায় বহন করার সময় ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা করেছে তালা থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার জাতপুর বাজার এলাকা থেকে এই পরিত্যক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। স্থানীয় জনতা এই মাদক ব্যবসায়ীকে পালিয়ে যেতে দেখেছে বলে জানা গেছে। এ ঘটনায় তালা থানায মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। মামলা নং-৪, তারিখ ১২/০৩/১৯। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতপুর বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী এগুলো ফেলে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় তালা থানায মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১