বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০১৯

লালপুরে শিক্ষককে জিম্মি এবং প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম হোসেনকে জিম্মি করে প্রাণনাশের হুমকি দিয়ে অর্থ আদায় এবং অব্যাহত হুমকির প্রতিবাদে মানববন্ধন করছে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী ও অভিভাবকরা ছবি : বাংলাদেশের খবর


নাটোরের লালপুর উপজেলার শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম হোসেনকে জিম্মি করে প্রাণনাশের হুমকি দিয়ে অর্থ আদায় এবং অব্যাহত হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছ ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। সেই সাথে উক্ত ঘটনার সঠিক তদন্ত পুর্বক বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক ইসলাম হোসেন।

আজ বুধবার সকালে বিদ্যালয় সংলগ্ন গোপালপুর-কলসনগর সড়কে এ মানববন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম হোসেন লিখিত বক্তব্যে জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের স্মারক নং ১/এস/০৬/১৯২ তারিখ ১৭/০২/২০১৯ পত্রের নির্দেশ ক্রমে গত ১৮ ফেব্রয়ারী স্বপদে যোগদান করে বিদ্যালয়ে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনি। গত ৬ মার্চ তিনি ঢাকায় গেলে বিদ্যালয়ের অবৈধ প্রধান শিক্ষক এনামুল হক, মকবুল হোসেন, মতিউর রহমানসহ কয়েকজন সন্ত্রাসীরা সেখানে তাকে জিম্মি করে অর্থ আদায় করে। সেখান থেকে তিনি কোন মতে বেঁচে ফিরেছেন। এর পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ওই ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির প্রস্তাবিত সভাপতি আলতাব হোসেন, অভিভাবক সদস্য আবু রায়হানসহ কমিটির অন্যান্য সদস্যরা ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য বর্তমান প্রধান শিক্ষক ইসলাম হোসেন ১৮/১০/২০০৫ সালে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ২০১৩ সালে প্রধান শিক্ষক হিসেবে এমপিও ভুক্ত হন। কিন্তু ১৫/৫/২০১০ সালে মাত্র দুজন সদস্যের স্বাক্ষরে তাকে বরখাস্ত করা হয় এবং সেখানে এনামুল হককে নিয়োগ দেয় তৎকালিন এডহক কমিটি। এনামুল হক নানা কৌশলে ও শক্তি প্রয়োগের মাধ্যমে ইসলাম হোসেনকে বিদ্যালয় থেকে বিতাড়িত করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে দীর্ঘ ৯ বছর পরে এনামুল হককে অবৈধ প্রমান করে আবার গত গত ১৮ ফেব্রয়ারী স্বপদে যোগদান করেন ইসলাম হোসেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১