বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০১৯

বশেমুরবিপ্রবি সংলগ্ন খাবার হোটেলে ভেজাল বিরোধী অভিযান, তিন হোটেলকে জরিমানা


বশেমুরবিপ্রবি প্রতিনিধি : 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সংলগ্ন খাবারের হোটেল সমূহে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে এবং তিনটি হোটেলকে জরিমানা ও শাস্তি প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দীন দীপুর নেতৃত্বে চারটি হোটেলে আজ সকাল ১১.৩০ এ অভিযান পরিচালিত হয়।

প্রায় ১ ঘন্টার এ অভিযানে নিম্নমানের খাবার ও নোংরা পরিবেশের কারণে আব্দুল্লাহ হোটেল, ফুড প্যালেস এবং এস এম ফাস্ট ফুডকে যথাক্রমে আট হাজার, পাঁচ হাজার এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দীন দীপু জানান, নিয়মিত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয় এবং খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করতে প্রতিমাসেই এধরণের অভিযান পরিচালনা করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১