আপডেট : ১২ March ২০১৯
ডাকসু নির্বাচনের ফল মেনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন। আজ মঙ্গলবার ৩ টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজয়ের পর বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা ভিসির বাসার সামনে অবস্থান নেয়। ছাত্রলীগের কর্মীদের সরিয়ে নিতে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এসময় কর্মীদের শান্ত করতে এসে প্রশ্নের মুখে পড়েন তিনি। ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে শোভন বলেন, তোমরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরপর ছাত্রলীগের সদস্য। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখা তোমাদের দায়িত্ব। সবার প্রতি সম্মান রেখে তোমরা এই স্থান থেকে চলে যাও। ভিসি হচ্ছেন আমাদের অভিভাবক। তার বাসার সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করার কোনও মানে হয় না। তোমরা এই জায়গা ছেড়ে দাও। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। নুরও আমাদের সঙ্গে কাজ করবে। পরে শোভনের নির্দেশে পরে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। ৩টা ৪৫ মিনিট থেকে এই এলাকায় যান চলাচল শুরু হয়। ছাত্রলীগ সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের অভিভাবক। আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে বেয়াদবি করতে পারি না। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। সবাই আমাদের, সবাই আপন। কাউকে তো পর করা যাবে না। আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। আমার একটা জায়গা আছে, আমার জায়গাটা তোমরা নষ্ট করো না। সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফলাফল ঘোষণা শুরু করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে নুরুল হক নুরুর নাম ঘোষণার প্রতিবাদ ও ফলাফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগ। তাদের দাবি, নুরু জামায়াত-শিবির কর্মী। ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১