বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০১৯

শিবপুরে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, নারীসহ গুলিবিদ্ধ ৫


নরসিংদীর শিবপুরে পুলিশের গুলিতে নারীসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাত সাড়ে আটটায় শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন ঘাগুটিয়া গ্রামের আব্দুর রহমান (৪৫), হৃদয় (১৮), হালিম (৪০), কাইয়ুম(৩০) ও রিনা বেগম (২৫) । আহতদেরকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে ভর্তি করার পর তাদের অবস্থার অবনতি ঘটলে জরুরী ভিত্তিতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগটিয়া গ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। এসময় পুলিশ আত্ত্বরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় উভয় পক্ষে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে হালিম ও কাইয়ুম মাদক ব্যবসায়ী আর বাকিরা পরিবারের সদস্য।

তাদের বিরুদ্ধে শিবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১