বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০১৯

নাঙ্গলকোটে শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি


কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার গভীর রাতে মৌকরা ইউপির মোড্ডা গ্রামে শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে ৬ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতদল। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানান , সোমবার গভীর রাতে একদল ডাকাত প্রথমে ওই ইউপির আলীয়ারা গ্রামে হুমায়ূনের বাড়ীতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্বশস্ত্র ১৫-২০ জনের ডাকাতদল মোড্ডা গ্রামে এসে মৃত আতর মিয়ার ছেলে মো. নুরুল হকের বাড়ীতে তার বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। নুরুল হককে গামছা, ওড়না দিয়ে বেঁধে ফেলে ও তার দেড় বছর বয়সী নাতি আফিফুল ইসলামকে ডাকাতরা ধারালো অস্ত্র গলায় ধরে জিম্মি করে ৪টি আলমারির চাবি নিয়ে নেয়। এ সময় ডাকাতরা তাদের চিৎকার না করার জন্য বলে। তাদের মেরে ফেলারও হুমকি দেয়।

এ সময় ডাকাতরা আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ টাকা ও ১০ ভরি ওজনের ব্যবহৃত স্বর্ণ অলংকার, তিনটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। এর আগে গত ৫ মার্চ রাতে উপজেলার মক্রবপুর ইউপির কনকইজ গ্রামে দুটি বাড়ীতে ডাকাতি হয়।

এ বিষয়ে আজ মঙ্গলবার নাঙ্গলকোট থানার ওসি মো.নজরুল ইসলাম পিপিএম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ নিয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১