বাংলাদেশের খবর

আপডেট : ১১ March ২০১৯

গলাচিপায় আনন্দ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আনন্দ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় প্রতিনিধির পাঠানো ছবি


বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে কেক কেটে আনন্দ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ।

পরে বিভিন্ন শ্রেণি পেশার সুধী ও অতিথিদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি মিছিল বের করে। র‌্যালিটি গলাচিপা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদী, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক বাবু শংকর লাল দাস, আনন্দ টিভির গলাচিপা প্রতিনিধি সায়েম আহম্মেদ সোহেল, উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের সুধীবৃন্দ ও মহিলারা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি গলাচিপা থানার অফিসার ইনচার্জ জনাব মো. আখতার মোর্শেদ বলেন, আনন্দ টেলিভিশনের নতুন যাত্রা পথে তিনি গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, দুর্নীতি ও আনন্দ টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আনন্দ টেলিভিশনকে অভিনন্দন জানান এবং আনন্দ টিভির আগামী দিনগুলোর সাফল্য কামনা করেন। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১