বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০১৯

সোমবার চার প্রকল্প উদ্বোধন করবেন হাসিনা-মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফাইল ছবি


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার যৌথভাবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনকে (বিআরটিসি) ১১০০টি বাস ও ট্রাক সরবরাহের পাশাপাশি বাংলাদেশের চারটি প্রকল্প উদ্বোধন করবেন।

দুপুর ১টা ১০ মিনিটে নিজ নিজ দেশের রাজধানী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা যৌথভাবে এসব প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পগুলো হলো- বিআরটিসিকে দ্বিতল ও এক তলা এসি ও নন এসি বাস এবং ট্রাক সরবরাহ (ভারত থেকে প্রাপ্ত ঋণে), ভারত সরকারের অনুদান অর্থয়নে ৫ জেলায় (জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া) ৩৬টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন।

৩০০টি দ্বিতল, ১০০টি নন এসি, ১০০টি সিটি এসি এবং ১০০টি ইন্টার সিটি এসি বাস রয়েছে। অন্যদিকে ৩৫০টি ১৬.২ টন এবং ১৫০টি ১০.২ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাক রয়েছে।

এরই মধ্যে ৪৭টি বিআরটিসি বাস এবং ২৫টি ট্রাক বাংলাদেশে এসেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১