আপডেট : ১০ March ২০১৯
সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করছে উপজেলা পরিষদ ব্যবস্থাপনা কমিটি। আজ রোববার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে মুকসুদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফাইজুল ইসলাম, অফিস প্রধান সহকারী আব্দুল আল মামুন প্রমুখ। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে উপজেলা চত্বর ফায়ার সার্ভিস এসও অফিসার রাজিব হোসেনের নেতৃত্বে বিভিন্ন ভাবে দুর্যোগ প্রস্তুতির কলা কৌশল পরিদর্শন দেখান। সব শেষে শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেন। অতিথিবৃন্দরা বিজয়দের হাতে পুরুস্কার তুলে দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১