আপডেট : ১০ March ২০১৯
ময়মনসিংহের নান্দাইলের ঈশ্বরগঞ্জে গত এক মাস ধরে ঘোরাঘুরি করছে দলছুট হয়ে আসা একটি হনুমান। স্থানীয়দের মতে, এটা খুবই বিরল প্রজাতির এবং সচরাচর এ ধরনের হনুমানের দেখা মেলে না। গত শুক্রবার বিকালে হনুমানটিকে ধরে শিকলে বেঁধে রাখে এলাকার লোকজন। গতকাল শনিবার নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চারকান্দা গ্রামের জনৈক আমিদ উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায় হনুমানটি শেকলে বাঁধা রয়েছে। আল-আমীন নামে এক যুবক জানান, গত চার দিন ধরে এলাকার খামারগাঁও গ্রামের একটি জঙ্গলে প্রথম দেখা মেলে হনুমানটির। এই খবরে উৎসুক জনতা হনুমানটিকে দেখতে ভিড় জমায়। লোকজনের দেওয়া খাবার খেতে হনুমানটি গাছ থেকে নিচে নেমে আসলে কৌশলে আটকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ বিষয়ে নান্দাইল উপজেলার বনকর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, আটক হনুমানটিকে শিগগিরই উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১