আপডেট : ০৯ March ২০১৯
ইট প্রস্তুতকারক মালিকরা ইটভাটি সংক্রান্ত আইন সংশোধনের দাবি জানিয়ে বলেছেন এটি কার্যকর হলে তারা ভবিষ্যতে ইটভাটি বন্ধ করে দিতে বাধ্য হবেন। আজ শনিবার বিকালে উত্তরবঙ্গ ইটপ্রস্তুত কারক মালিক সমিতি এক সংবাদ সন্মেলন থেকে দাবি মানা না হলে ইটভাটি বন্ধের এই হুশিয়ারি দেয়া হয়। বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তরা বলেন, বর্তমানে যে আইন করা হয়েছে তাতে কোন ভাবেই ইটভাটি ব্যবসা পরিচালনা সম্ভব না। অথচ সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের অন্যতম উপাদান ইট। নতুন আইনে ইটভাটি কাঁচামাল সংগ্রহ ও ইটভাাটির ক্ষেত্রে যে শর্ত দেয়া হয়েছে, তাতে ইটভাটি চালু রাখার ক্ষেত্রে সমস্যা জটিল করে তুলেছে। যা এই শিল্পকে বিলুপ্ত করে তুলবে বলে তারা দাবি করেন। ইটপ্রস্তুতকারকরা বলেন, ইটভাটিই শুধু পরিবেশ দুষণ করছে না। অথচ তাদের বেশি দায়ী করা হচ্ছে। উন্নয়নের চাকা অব্যাহত রাখতে হলে ইটভাটির প্রয়োজন আছে। সংবাদ সন্মেলনে উত্তরবঙ্গ ইটপ্রস্তুতকারক সমিতির আহবায়ক ছাদরুল ইসলাম ও বগুড়া জেলা ইটপ্রস্তুত কারক মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, রংপুর ইটভাটি সমিতির সাধারণ সম্পাদক মোঃ এম আজিজুল হক, নাটোরের সভাপতি জারিফুল ইসলাম রমজান, গাইবান্ধার সভাপতি করবাহাদুর আব্দুল লতিফ হক্কানি, দিনাজপুরের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নওগাঁর সভাপতি মোঃ হাসানুর আল মামুন, বগুড়ার সাধারণ সম্পাদক আতিতকুর রহমান বাদল সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১